উপজাতীয় জীবনকাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি?
A সংশপ্তক
B কর্ণফুলি
C যাপিত জীবন
D খোয়াবনাম
Solution
Correct Answer: Option B
কর্ণফুলী আলাউদ্দিন আল আজাদ রচিত একটি উপন্যাস। এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়। ষাটের দশকে আলাউদ্দিন আল আজাদ রচিত তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) ও কর্ণফুলী উপন্যাসটি ব্যাপক সাড়া জাগায়। আলাউদ্দিন আল আজাদের লেখা এ উপন্যাসটিতে প্রাধান্য পেয়েছে আদিবাসী মানুষের জীবনচিত্র।