'কবি কঙ্কন' কার উপাধি?
Correct Answer: Option C
চণ্ডীমঙ্গল আদিকবি- মানিক দত্ত (অন্ধ ও খোঁড়া ছিলেন)। (চৌদ্দ শতক) শ্রেষ্ঠ কবি- মুকুন্দরাম চক্রবর্তী। উপাধি- কবি কঙ্কন। মধ্যযুগের বাংলা সাহিত্যে মানব রসের প্রথম ও একমাত্র স্রষ্টা সর্বাধিক জনপ্রিয় কবি মুকুন্দরাম জন্মগ্রহণ করেন- বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। তাঁর পিতা এবং মাতা- হৃদয় মিশ্র এবং দৈবকী। তাঁকে মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি দেন- মেদিনীপুর জেলার অড়রা গ্রামের জমিদার রঘুনাথ রায়। চণ্ডী নামক লৌকিক পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে নির্মিত কাব্য। প্রধান চরিত্র- কালকেতু, ফুল্লরা, ভাঁড়ু দত্ত, ধনপতি সওদাগর, লহনা, খুল্লনা। বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র- ভাঁড়ুদত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী দুই খণ্ডে বিভক্ত- আক্ষেটিক খণ্ড ও বণিক খণ্ড। আক্ষেটিক খণ্ডে বর্ণিত হয়েছে- ব্যাধ দম্পতি কালকেতু ও ফুল্লরার কাহিনি। বণিক খণ্ডে বর্ণিত হয়েছে- নায়ক ধনপতি সওদাগার ও তার দুই স্ত্রী- লহনা ও খুল্লনার কাহিনি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions