রাজাকার বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হয়েছিলো কে?
Solution
Correct Answer: Option D
রাজাকার বাহিনী:
- লেফট্যানেন্ট জেনারেল টিক্কা খান ১৯৭১ সালের জুন মাসে 'পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স ১৯৭১' জারি করেন।
- তার পূর্বেই ১৯৭১ এর মে মাসে মওলানা এ.কে.এম ইউসুফ ৯৬ জন জামায়াত কর্মীর সমন্বয়ে খুলনায় আনসার ক্যাম্পে 'রাজাকার বাহিনী' গঠন করেন।
- পরবর্তীকালে অর্ডিন্যান্সে এই নাম গ্রহণ করা হয়।
- ইসলামী ছাত্র সংঘের প্রধান মোঃ ইউসুফ রাজাকার বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন।
- রাজাকার বাহিনী পাকিস্তান রক্ষার সংগ্রামের চাইতে লুটপাট, ছিনতাই, নারী ধর্ষণ এসব কাজে মগ্ন থেকেছে।
- মুক্তিযোদ্ধার সন্ধান দেওয়া, হানাদার বাহিনীকে তাদের বাড়িঘর চিনিয়ে দেওয়া, গ্রাম থেকে গরু, ছাগল, মুরগি ধরে এনে পাকিস্তানী বাহিনীর ক্যাম্পে সরবরাহ করা, গ্রাম থেকে যুবতী নারী ধরে এনে আর্মি ক্যাম্পে সরবরাহ করা ইত্যাদি অপকর্মে রাজাকারদের নিয়োজিত রাখা হয়েছে।
এছাড়া,
- মতিউর রহমান নিজামী আলবদর বাহিনীর প্রধান ছিলেন।
- গোলাম আযম, ফজলুল কাদের চৌধুরী আল শামস বাহিনীর নেতা ছিলেন।