’ইয়ার বকশি’ বাগধারাটির অর্থ- বন্ধুবান্ধব।
• আরও গুরুত্বপূর্ণ কিছু বাগধারাঃ
অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না।
অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি।
অকাল কুষ্মাণ্ড – অপদার্থ।
অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা।
অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।
অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
অলক্ষ্মীর দশা -দারিদ্র্য
অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না
অগ্নিগর্ভ -বলিষ্ঠ