Solution
Correct Answer: Option D
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'চক্রবাক' (১৯২৯)।
- কবির চট্টগ্রামে অবস্থানকালে লেখা অধিকাংশ কবিতা এতে স্থান পায়।
- তিনি এটি উৎসর্গ করেন তৎকালীন ঢাকা ইন্টারমেডিয়েট কলেজের (বর্তমান- ঢাকা কলেজ) অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রকে।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- 'সোনার তরী' (১৮৯৪);
- 'চিত্রা' (১৮৯৬);
- 'সেঁজুতি' (১৯৩৮)।