কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

A অলুক সমাস

B নিত্য সমাস

C প্রাদি সমাস

D উপপদ

Solution

Correct Answer: Option A

অলুক সমাস:
- যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লােপ পায় না, তাকে অলুক সমাস বলে।
- অলুক সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়, যে কোনো শ্রেণির সমাস অলুক হতে পারে।
যেমন - অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি।

অলুক দ্বন্দ্বঃ যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ন থাকে, লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে।
যেমনঃ
- কলে-কারখানায়,
- দেশে-বিদেশে,

অলুক তৎপুরুষঃ যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। 
যেমন: 
-গায়ে পড়া, 
-চুলে কাঁটা

অলুক বহুব্রীহিঃ যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
যেমন -গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে =গায়ে হলুদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions