'শিরে সংক্রান্তি' বাগধারার অর্থ কী?

A আসন্ন বিপদ

B মহাবিপদ

C মাথায় বিপদ

D মাথা ব্যাথা

Solution

Correct Answer: Option A

- 'শিরে সংক্রান্তি' একটি বাংলা বাগধারা যার সঠিক অর্থ হলো আসন্ন বিপদ
- এখানে 'শির' শব্দের অর্থ মাথা এবং 'সংক্রান্তি' হলো মাসের শেষ দিন বা একটি ক্রান্তিকাল।
- এর আক্ষরিক অর্থ দাঁড়ায়, মাথায় সংক্রান্তি বা ক্রান্তিকাল উপস্থিত হওয়া।
- অর্থাৎ, কোনো বিপদ যখন অত্যন্ত নিকটে বা মাথার উপরে চলে আসে, তখন সেই অবস্থাকে বোঝাতে বাগধারাটি ব্যবহৃত হয়।
- এটি মূলত কোনো বিপদের অবশ্যম্ভাবী ও আসন্ন অবস্থাকেই নির্দেশ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions