The dog ran ... the road.
Solution
Correct Answer: Option B
- এখানে শূন্যস্থানে সঠিক Preposition হবে 'along'।
- 'Along' শব্দটি কোনো কিছুর পাশ দিয়ে বা কোনো পথ/রেখা বরাবর একই দিকে চলমান বোঝাতে ব্যবহৃত হয়।
- বাক্যটির সম্পূর্ণ অর্থ হলো: কুকুরটি রাস্তা বরাবর দৌড়াচ্ছিল (The dog was running following the path of the road)।
- অন্য অপশনগুলো যেমন 'in' (ভেতরে), 'of' (এর), বা 'by' (পাশে) এই বাক্যের প্রেক্ষাপটে সঠিক অর্থ প্রকাশ করে না।