'বৈমাত্রেয়'- শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Solution
Correct Answer: Option B
বৈমাত্রেয়= বিমাতৃ+ষ্ণেয়, এখানে 'ষ্ণেয়'- একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত বা ত ৎ সম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। 'ষ্ণেয়' প্রত্যয়ের অন্যান্য উদাহরণ- ভগিনী+ষ্ণেয়= ভাগিনেয়, অগ্নি+ষ্ণেয়= আগ্নেয় ইত্যাদি।