- 'অপারেশন ওমেগা'গড়ার মূল লক্ষ্য 'অপারেশন ওমেগা'গঠনের মূল লক্ষ্য ছিল ২টি।
প্রথমটি হলো—বাংলাদেশের জনগণের মাঝে ত্রাণ বিতরণ ।
দ্বিতীয়টি হলো—পাকিস্তানের সামরিক শাসকদের এই বার্তা দেওয়া যে, নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর হামলা চালানোর কোনো অধিকার পাকিস্তানের নেই।