অপারেশন ওমেগা কী?

A মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণের মাঝে ত্রাণকার্য পরিচালনা

B মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডার অপারেশন

C ঢাকায় গেরিলা অপারেশন

D পাকিস্থানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ অপারেশন

Solution

Correct Answer: Option A

- 'অপারেশন ওমেগা'গড়ার মূল লক্ষ্য 'অপারেশন ওমেগা'গঠনের মূল লক্ষ্য ছিল ২টি।
 প্রথমটি হলো—বাংলাদেশের জনগণের মাঝে ত্রাণ বিতরণ ।
দ্বিতীয়টি হলো—পাকিস্তানের সামরিক শাসকদের এই বার্তা দেওয়া যে, নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর হামলা চালানোর কোনো অধিকার পাকিস্তানের নেই।
 
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions