একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৪৮০ টাকায় বিক্রয় করলে তার ৩ গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

A ৪০০

B ৪১০

C ৪২০

D ৪৩০

Solution

Correct Answer: Option C

ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = ক টাকা।

ক্ষেত্রে ১: ৪০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়।
ক্ষতির পরিমাণ = (ক্রয়মূল্য - বিক্রয়মূল্য) = (ক - ৪০০) টাকা।

ক্ষেত্রে ২: ৪৮০ টাকায় বিক্রয় করলে লাভ হয়।
লাভের পরিমাণ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য) = (৪৮০ - ক) টাকা।

প্রশ্ন অনুযায়ী, লাভের পরিমাণ ক্ষতির ৩ গুণ। সুতরাং:
(৪৮০ - ক) = ৩ × (ক - ৪০০)
৪৮০ - ক = ৩ক - ১২০০

এবার 'ক' যুক্ত পদগুলোকে একদিকে এবং সংখ্যাগুলোকে অন্যদিকে নিলে পাই:
৪৮০ + ১২০০ = ৩ক + ক
১৬৮০ = ৪ক
ক = ১৬৮০ / ৪
ক = ৪২০
সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য হলো ৪২০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions