Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
'ষটপদ' শব্দের প্রতিশব্দ কোনটি? 

A চাঁদ

B বিদ্যুৎ

C পদ্ম

D মৌমাছি

Solution

Correct Answer: Option D

'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ- অলি, দ্বিরেফ, মধুকর, মধুপ, ভৃঙ্গ, ভ্রমর, শিলীমুখ, ষটপদ, ষড়ঙ্ঘ্রি ইত্যাদি।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ- একপ্রকার জলজ পুষ্প, শতদল , কমল, সরোজ, পঙ্কজ, নলিন ইত্যাদি।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ- শম্পা, বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী ইত্যাদি।

‘চাঁদ' এর সমার্থক শব্দ- রজনীকান্ত, বিধু, চন্দ্ৰ, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, হেলাল, সিতাংশু ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions