সমুদ্রবন্দর সমূহের জন্যে কত নং সংকেতে 'যোগাযোগ বিচ্ছিন্ন' বলা হয়?
Solution
Correct Answer: Option A
- আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সমুদ্রবন্দর সমূহের জন্যে সংকেত ১১টি।
- এগুলো হলো:
• ১-নং দূরবর্তী সতর্ক সংকেত,
• ২-নং দূরবর্তী হুশিয়ারি সংকেত,
• ৩-নং স্থানীয় সতর্ক সংকেত,
• ৪-নং স্থানীয় হুশিয়ারি সংকেত,
• ৫-নং বিপদ সংকেত,
• ৬-নং বিপদ সংকেত,
• ৭-নং বিপদ সংকেত,
• ৮-নং মহাবিপদ সংকেত,
• ৯-নং মহাবিপদ সংকেত,
• ১০-নং মহাবিপদ সংকেত,
• ১১-নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত।