ঋ ধ্বনির উচ্চারন স্থান কোনটি ?

A ওষ্ঠ

B কন্ঠ

C মূর্ধা

D তালু

Solution

Correct Answer: Option C

• ভাষার মূল উপাদান--- ধ্বনি।
• ভাষার মূল উপকরণ--- বাক্য/মৌলিক শব্দ।
• মৌলিক স্বরধ্বনি--- ৭ টি (অ, অা, ই, উ, এ, ও, অ্যা।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি--- ৩০টি (ঞ, ণ, য, ষ, য়, ৎ, ং, ঃ, ঁ মৌলিক নয়)।
• মোট মৌলিক ধ্বনি--- ৩৭টি।
• অর্ধ-স্বর--- ৪টি (ই, উ, এ, ও)।
• অর্ধ-ব্যঞ্জন--- ১টি (ঋ---রি)।
• হ্রস্ব-স্বর--- ৪টি (অ, ই, উ, ঋ)।
• দীর্ঘ-স্বর--- ৭টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)।
• নিলীন/অদৃশ্য বর্ণ--- ১টি (অ)।
• সরল/অসংযুক্ত বর্ণ--- ৫০টি।
• বর্ণমালা--- ১টি (বাংলা বর্ণমালা)।
• মাত্রা গণনর ভিত্তিতে বর্ণ - ৩ প্রকার (পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন)।
• স্বরবর্ণ---পূর্ণমাত্রা (৬), অর্ধমাত্রা (১), মাত্রাহীন (৪)।
• ব্যঞ্জন---পূর্ণমাত্রা (২৬), অর্ধমাত্রা (৭), মাত্রাহীন (৬)
• মোট---পূর্ণমাত্রা (৩২), অর্ধমাত্রা (৮), মাত্রাহীন (১০)
• অ, আ--- কণ্ঠ্য ধ্বনি
• ই, ঈ--- তালব্য ধ্বনি
• উ, ঊ--- ওষ্ঠ্য ধ্বনি
• ঋ--- মূর্ধা ধ্বনি
• এ, ঐ--- কণ্ঠ্য-তালব্য
• ও, ঔ--- কণ্ঠ্যোষ্ঠ (কণ্ঠ + ওষ্ঠ
• সম্মুখ ধ্বনি--- ই, এ, অ্যা।
• পশ্চাৎ ধ্বনি--- উ, ও, অ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions