সাধিত ধাতুর উদাহরণ কোনটি?

A কর্

B দে

C করা

D খা

Solution

Correct Answer: Option C

- ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলা হয়।
- ধাতু প্রধানত তিন প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু।
- যে ধাতুকে আর বিশ্লেষণ বা ভাঙা যায় না, তাকে মৌলিক ধাতু বলে; যেমন- কর্, দে, খা।
- মৌলিক ধাতুর সাথে 'আ' প্রত্যয় যোগ করে সাধিত ধাতু গঠন করা হয়।
- এক্ষেত্রে, ‘কর্’ নামক মৌলিক ধাতুর সাথে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়ে ‘করা’ সাধিত ধাতুটি গঠিত হয়েছে।
- অর্থাৎ, কর্ (মৌলিক ধাতু) + আ (প্রত্যয়) = করা (সাধিত ধাতু)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions