Solution
Correct Answer: Option C
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়।
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেমন 'কার' (যেমন- া, ি, ী) বলা হয়, তেমনি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো 'ফলা'।
- বাংলা ভাষায় মোট ছয়টি (৬টি) ফলা প্রচলিত আছে।
- এগুলি হলো: য-ফলা (্য), ব-ফলা (্ব), ম-ফলা (্ম), র-ফলা (্র), ল-ফলা (্ল) এবং ন/ণ-ফলা (্ন/্ণ)।