'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Solution
Correct Answer: Option D
- 'দারিদ্র্য' কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত রচনা।
- এটি কবির ‘সিন্ধু-হিন্দোল’ নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- ‘সিন্ধু-হিন্দোল’ কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রথম প্রকাশিত হয় এবং এতে মোট ১৯টি কবিতা রয়েছে।
- কবিতাটি কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে, প্রথম প্রকাশিত হয়েছিল 'কল্লোল' পত্রিকায়।
- এটি ১৩৩৩ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে 'কল্লোল' এবং পরে মাঘ মাসে 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়।