Solution
Correct Answer: Option D
- নিমরাজী শব্দটিতে একটি বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে।
- এখানে ব্যবহৃত 'নিম' উপসর্গটি ফারসি ভাষা থেকে আগত, যার অর্থ অর্ধেক।
- শব্দটির গঠন হলো: নিম (ফারসি উপসর্গ) + রাজি = নিমরাজী।
- 'নিখুঁত' ও 'আনমনা' শব্দে যথাক্রমে 'নি' ও 'আন' বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে।
- 'অবহেলা' শব্দে 'অব' উপসর্গটি ব্যবহৃত হয়েছে, যা একটি তৎসম বা সংস্কৃত উপসর্গ।