Solution
Correct Answer: Option B
- 'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- এটি একটি প্রতীকাশ্রয়ী বা রূপকধর্মী উপন্যাস, যা ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- স্বৈরাচারী শাসকের শৃঙ্খল থেকে সাধারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষাই এই উপন্যাসের মূল উপজীব্য।
- এই কালজয়ী উপন্যাসের জন্য লেখক আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
- শওকত ওসমানের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো: জননী, জাহান্নম হইতে বিদায় এবং নেকড়ে অরণ্য।