Solution
Correct Answer: Option D
সঠিক প্রয়োগ ''দর্শকমণ্ডলী''
- বাকীগুলো বাহুল্যদোষে দুষ্ট।
বাহুল্য দোষ:
- প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে।
- দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
A) পশ্চিমাঞ্চলের সব জেলাসমূহে
B) নিম্নলিখিত সব শিক্ষার্থীগণ
C) সকল ছাত্রগণ