“তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস্ চাও?” - এ বাক্যে ‘পুটুস পাটুস্’ শব্দটি কোন পদ?
Solution
Correct Answer: Option B
"তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস্ চাও?" - এই বাক্যে "পুটুস পাটুস্" শব্দটি ক্রিয়াবিশেষণ।
- ক্রিয়াবিশেষণ হল এমন শব্দ যা ক্রিয়া, বিশেষণ, অপর ক্রিয়াবিশেষণকে বিশেষিত করে।
এখানে "পুটুস পাটুস্" শব্দদ্বয় "চাও" ক্রিয়াকে বিশেষিত করছে।