‘তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে’ - এ বাক্যে ‘কেউ কেউ’ হলো -
Solution
Correct Answer: Option D
-যে সকল সর্বনামের দ্বারা কোন সুনির্দিষ্ট দিকের পরিবর্তে অনির্দিষ্ট দিককে নিদের্শিত করে, তাদেরকে অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম বলে।
-যেমনঃ কে, কার, কিছু, কেউ, কেহ, কোন।
-'তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে' বাক্যে 'কেউ কেউ' অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম।