বিখ্যাত বাউল সম্রাট ও সাধক লালন শাহের প্রধান উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়-
A বাংলা আশ্বিন মাসের ১ তারিখ
B বাংলা কার্তিক মাসের ১ তারিখ
C বাংলা পৌষ মাসের ১ তারিখ
D বাংলা চৈত্র মাসের ১ তারিখ
Solution
Correct Answer: Option B
- বিখ্যাত বাউল সম্রাট ও সাধক লালন শাহের প্রধান উৎসব ও মেলার নাম লালন মেলা।
- প্রতিবছর দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয়।
- একবার দোল পূর্ণিমা উৎসবের সময় এবং আরেকবার বাংলা কার্তিক মাসের ১ তারিখ।
- লালন আখড়ায় বিশাল লালন মেলা হয়।
- লালন মেলায় সারা দেশ থেকে তাঁর শিষ্যদের আগমন ঘটে।