‘এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে’ । এর চলিতরূপ কোনটি?

A এইরূপ সাদৃশ্য অনেকগুলো চোখে পড়বে

B এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে

C এরকম সাদৃশ্য অনেকগুলি চোখে পড়বে

D এরকম সাদৃশ্য অনেক চক্ষে পড়বে

Solution

Correct Answer: Option B

বাংলা ভাষার ৩টি রীতি রয়েছে। 
যথা: 
-১. সাধু রীতি 
২. চলিত রীতি 
৩. আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা 
 
চলিত রীতির বৈশিষ্ট: 
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে। 
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে। 
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান। 
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ - আলোচনার জন্য উপযোগী ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions