বাক্যের উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে কি বলে?
A উদ্দেশ্য
B বিধেয়
C ধাতু
D বাচ্য
Solution
Correct Answer: Option B
উদ্দেশ্যঃ বাক্যের যে-অংশ সম্মন্ধে কিছু বলা হয় বা বাক্যের যে অংশে কারও সম্মন্ধে কিছু বলা হয়, তাকেই বলা হয় উদ্দেশ্য।
যেমনঃ রোহিত ভালো ক্রিকেট খেলে। এই বাক্যে রোহিত হল উদ্দেশ্য। কারন তার সম্মন্ধেই কিছু বলা হয়েছে।
বিধেয়ঃ বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় বিধেয়।
যেমনঃ রোহিত ভালো ক্রিকেট খেলে। এই বাক্যের বিধেয় সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা হল ভালো ক্রিকেট খেলে – এটিই হল বিধেয়।