পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
কিছু পারিভাষিক শব্দ হলো: অম্লজান অর্থাৎ oxygen উদজান অর্থাৎ hydrogen নথি file প্রশিক্ষণ অর্থাৎ training ব্যবস্থাপক অর্থাৎ manager বেতার radio মহাব্যবস্থাপক general Manager সচিব secretary স্নাতক graduate স্নাতকোত্তর post graduate সমাপ্তি final সাময়িকী periodical সমীকরণ equation