মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য
জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ। পদ্মানদীর মাঝি' পুর্ণ প্রকাশিত হয় ১৯৩৬ সালে এবং ১৯৩৪ সাল থেকে পূর্বাশা' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- পদ্মানদীর মাঝি (১৯৩৬),
- দিবারাত্রির কাব্য,
- চিহ্ন,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- জননী,
- অহিংসা,
- শহরতলী,
- ইতিকথার পরের কথা,
- শহরবাসের ইতিকথা ইত্যাদি।