2019 সালের সমীক্ষায় এশিয়ায় কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
A ফিলিপাইন
B জাপান
C চীন
D ভারত
Solution
Correct Answer: Option D
- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪.৯ মিলিয়ন অভিবাসী বাস করে।
- অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ১৩.৭% গঠন করে।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম অভিবাসী জনসংখ্যা:
- মেক্সিকো (২৪.৮%)
- ভারত (৫.৯%)
- চীন (৪.৯%)
- ফিলিপাইন (৪.৫%)
- এল সালভাড়র (৩.১%)
- শুধু এশিয়ার দেশ বিবেচনা করলে ভারত থেকে অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি(৫.৯%)
সূত্র- U.S. Census 2020 American Community Survey