১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
Solution
Correct Answer: Option D
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২ + ৪ + ৫ = ১১
প্রথম অংশ = ১৪৩ এর (২/১১) = (১৪৩ × ২) / ১১ = ২৬ টাকা
দ্বিতীয় অংশ = ১৪৩ এর (৪/১১) = (১৪৩ × ৪) / ১১ = ৫২ টাকা
তৃতীয় অংশ = ১৪৩ এর (৫/১১) = (১৪৩ × ৫) / ১১ = ৬৫ টাকা
এখানে, বৃহত্তম অংশ ৬৫ টাকা এবং ক্ষুদ্রতম অংশ ২৬ টাকা।
পার্থক্য = ৬৫ - ২৬ = ৩৯ টাকা।