একটি ক্লাবে ১৭৮৯ টাকা চাঁদা তোলা হয়। যদি প্রতি সদস্য কমপক্ষে ৩০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ক্লাবের সবোর্চ্চ সদস্য সংখ্যা কত হতে পারে?
Solution
Correct Answer: Option D
সবাই কমপক্ষে ৩০ টাকা করে দিয়েছে বলে সর্বোচ্চ সংখ্যক সদস্য হবে ৫৯ জন। কারণ,৩০×৫৯=১,৭৭০ টাকা । কিন্তু ৩০×৬০ হলে ১,৮০০টাকা হয়, যা ১,৭৮৯ টাকা অপেক্ষা বেশি ।
কাজেই ,সর্বোচ্চ ৫৯ জন হতে পারে।