যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন- এটি কার উক্তি?
Solution
Correct Answer: Option C
- উক্তিটি অ্যাডলফ হিটলারের, যিনি নাৎসি জার্মানির ফিউরার বা সর্বাধিনায়ক ছিলেন।
- এই উক্তির মাধ্যমে তার আগ্রাসী, সাম্রাজ্যবাদী এবং যুদ্ধবাদী মানসিকতার প্রতিফলন ঘটে।
- তিনি মনে করতেন, প্রকৃতির নিয়মেই সবলরা টিকে থাকে এবং দুর্বলের উপর শাসন করে, আর যুদ্ধই হলো শ্রেষ্ঠত্ব প্রমাণের একমাত্র পথ।
- হিটলারের এই দর্শন তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মাইন কাম্ফ’ (Mein Kampf)-এ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
- তার এই যুদ্ধবাদী নীতিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে, যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত ছিল।