Solution
Correct Answer: Option D
প্রশবোধক বাক্যে 'কি ' এবং বিস্ময়সূচক বাক্যে 'কী' হবে ।কোন প্রশ্নের উত্তর শুধু হাঁ বা না দিয়ে হলে 'কি ' বসবে এবং প্রশ্নের উত্তর যদি ব্যাখ্যাকারে দিতে হয় তাহলে 'কী' বসবে ।যেমন -
শুদ্ধঃ কী ভয়ানক বিপদ!
অশুদ্ধঃ কারক কত প্রকার ও কি কী?
শুদ্ধঃ কারক কত প্রকার ও কী কী?
অশুদ্ধঃ তুমি কী আজ যাবে ?
শুদ্ধঃ তুমি কি আজ যাবে ?
অশুদ্ধঃ তুমি কী এসেছো? ?
শুদ্ধঃ তুমি কি এসেছো? ?