নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
A ‘গীতাঞ্জলি’ পড়েছ কি ?
B এ কথা প্রমাণ হয়েছে।
C অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
D আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
Solution
Correct Answer: Option A
শুদ্ধ বাক্যঃ ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
- এ কথা প্রমাণিত হয়েছে।
- আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
- অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।