কোন বানানটি শুদ্ধ?

A ইতিপূর্বে

B ইতোপূর্বে

C ইতিমধ্যে

D ইতঃপূর্বে

Solution

Correct Answer: Option D

‘ইতিপূর্বে’ ও ‘ইতিমধ্যে’ অশুদ্ধ।
কারণঃ
- সংস্কৃত ‘ইতঃ (ইতস্)’ একটি অব্যয়। এর অর্থ এই, এই স্থানে, এই স্থান থেকে প্রভৃতি।
- ‘ইতঃ’ শব্দের সঙ্গে ‘পূর্বে’ ও ‘মধ্যে’ শব্দের সন্ধি করলে সন্ধির নিয়মানুসারে ‘ইতঃপূর্বে (ইতঃ + পূর্বে)’ এবং ‘ইতোমধ্যে (ইতঃ+মধ্যে)’ শব্দ গঠিত হয়। এই কারণে অভিধানে ‘ইতিপূর্বে’ ও ‘ইতিমধ্যে’ শব্দদুটোকে অশুদ্ধ উল্লেখ করা হয়েছে।
সুতরাং সঠিক বানান হচ্ছে- ইতঃপূর্বে এবং ইতোমধ্যে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions