অধিকাংশ গভীর সমুদ্রখাত প্রশান্ত মহাসাগরের যে প্রান্তে অবস্থিত-
A পূর্ব
B পশ্চিম
C উত্তর
D দক্ষিণ
Solution
Correct Answer: Option B
- মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ হলো প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা।
- এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত।
- এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত।
- মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৫৫০ কিমি ধরে বিস্তৃত।