উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 

A লর্ড মিন্টো 

B লর্ড কার্জন

C  লর্ড মাউন্ট ব্যাটেন 

D লর্ড ওয়াভেল

Solution

Correct Answer: Option C

- লর্ড মাউন্ট ব্যাটেন 1947 সালের মার্চ মাসে ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ পান।
- তিনি ভারতের বিভাজন এবং স্বাধীনতার প্রক্রিয়া তদারকি করেন।
- 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর তিনি 1948 সালের জুন মাস পর্যন্ত গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
- লর্ড মিন্টো ভারতের গভর্নর জেনারেল ছিলেন1905 থেকে 1910 সাল পর্যন্ত।
- লর্ড কার্জন ভারতের গভর্নর জেনারেল ছিলেন 1899 থেকে 1905 সাল পর্যন্ত।
- লর্ড ওয়াভেল ভারতের গভর্নর জেনারেল ছিলেন1943 থেকে 1947 সাল পর্যন্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions