'বাংলাদেশের রাজধানী ঢাকা' সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
Solution
Correct Answer: Option C
- অনুচ্ছেদ ১ - প্রজাতন্ত্র।
- অনুচ্ছেদ ২ - প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
- অনুচ্ছেদ ৩ - রাষ্ট্রভাষা।
- অনুচ্ছেদ ৪ - জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
- অনুচ্ছেদ ৫(১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা৷
- অনুচ্ছেদ ৫(২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে৷