বাংলাদেশের সংবিধানের কোন ভাগে রাষ্ট্রভাষার কথা বলা হয়েছে?

A ৩য় ভাগে 

B ২য় ভাগে 

C ১ম ভাগে 

D কোথাও না 

Solution

Correct Answer: Option C

বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র (এই ভাগেই রাষ্ট্রভাষার কথা উল্লেখিত)
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন।
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions