Solution
Correct Answer: Option C
- 'ভানুসিংহের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গীতিকাব্য।
- তিনি 'ভানুসিংহ' ছদ্মনামে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলীর আঙ্গিকে এই পদগুলো রচনা করেন।
- এটি মূলত রাধা-কৃষ্ণের প্রেম বিষয়ক গীতিকবিতার একটি সংকলন, যা কবির কিশোর বয়সের রচনা।
- ১৮৮৪ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।