'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' পঙ্ক্তিটি কোন কাব্যের?
A চণ্ডীমঙ্গল
B মনসামঙ্গল
C অন্নদামঙ্গল
D ধর্মমঙ্গল
Solution
Correct Answer: Option C
- এই বিখ্যাত উক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকরের 'অন্নদামঙ্গল' কাব্যের অংশ।
- কাব্যে খেয়ানৌকোর মাঝি ঈশ্বরী পাটনী দেবী অন্নপূর্ণাকে নদী পার করার সময় এই বর প্রার্থনা করেছিলেন।
- এই পঙ্ক্তিটি সন্তানের মঙ্গল কামনায় বাঙালি মায়ের শাশ্বত প্রার্থনার প্রতীক হয়ে উঠেছে।