যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সেগুলোকে কি বলে?
A অক্রিয় বাক্য
B জটিল বাক্য
C সক্রিয় বাক্য
D যৌগিক বাক্য
Solution
Correct Answer: Option A
• বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা-না থাকা বিবেচনায় বাক্যকে দুই ভাগে বিভক্ত করা যায়:
(১) সক্রিয় বাক্য: যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, সেগুলোকে সক্রিয় বাক্য বলে।
(২) অক্রিয় বাক্য: যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সেগুলোকে অক্রিয় বাক্য বলে।