'এই পুকুরের পানি ঘােলা' - বাক্যে 'ঘোলা' কোন ধরনের বিশেষণ পদ?
A অবস্থাবাচক বিশেষণ
B বর্ণবাচক বিশেষণ
C বিধেয় বিশেষণ
D ভাববাচক বিশেষণ
Solution
Correct Answer: Option C
- যে বিশেষণ, বিশেষিত পদের পরে বসে তাকে বিধেয় বিশেষণ বলে। বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে।
- এই বাক্যে ‘ঘােলা’ বিধেয় বিশেষণ।