'আজ যদি রাসেল আসতাে, কেমন মজা হতাে।' - কোন কালের প্রয়োগ ঘটেছে?

A সাধারণ অতীত কাল

B ঘটমান অতীত কাল

C পুরাঘটিত অতীত কাল

D নিত্যবৃত্ত অতীত কাল

Solution

Correct Answer: Option D

- যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে ইতাম, ইত, ইতেন, ইতে যুক্ত হয়।
যেমন:
বাবা প্রতিদিন বাজার করতেন।
ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।

- নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট ব্যবহার:
• অসম্ভব কল্পনায়: এই বাড়ি হতাে যদি রাজার বাড়ি।
• কামনা প্রকাশে: আজ যদি রাসেল আসতাে, কেমন মজা হতাে।
• সম্ভাবনা প্রকাশে: তুমি যদি আসতে, তবে ভালােই হতাে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions