'লীগ অব নেশনস' কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A ১৯২০
B ১৯১৯
C ১৯২২
D ১৯২৪
Solution
Correct Answer: Option A
লিগ অব নেশন্স প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯২০ সালের ২১শে জানুয়ারি প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ এ সংস্থাটির জন্ম হয়। ১৯৪৬ সালের ২০ এপ্রিল এই সংস্থাটির কার্যক্রম স্থগিত হয়।