Solution
Correct Answer: Option D
কিছু তুর্ক শব্দঃ উজবুক, কোর্মা, তুরুক, তোশক। বন্দুক, বাইজি (মূলশব্দ বাজি), বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, তক্মা, কাঁচি, খাতুন, খাঁ, বিবি, মুজলেকা, আলখেল্লা। চাকু, লাশ, ঠাকুর, উর্দি, উর্দু, কুলি, কুরনিশ, খোকা, বাবুর্চি ইত্যাদি। উল্লেখ্য, ‘মা তদ্ভব; ‘খালা,চাচা,চাচী’ হিন্দি শব্দ