তুমি এলে তবে আমি যাবো। বাক্যটি কোন শ্রেণির?
A জটিল
B যৌগিক
C যোগরূঢ়
D সরল
Solution
Correct Answer: Option A
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরষ্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে ।
যেমনঃ আশ্রিত বাক্য (তুমি এলে) এবং প্রধান খণ্ডবাক্য (আমি যাবো) ।