মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী ১১ জুলাই ১৯৭১ সালে।
- ঢাকা জেলা ২নং এবং ৩নং সেক্টরের আধীনে ছিলো ।
- আর মুক্তিযুদ্ধের সময় নৌ-বাহিনী ১০নং সেক্টরের আধীনে ছিলো।