কম্পিউটারে ডাটাবেজ তৈরির করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
Solution
Correct Answer: Option A
এম এস এক্সেস বা Microsoft Access একটি ডাটাবেস প্রোগ্রাম। মাইক্রোসফট অ্যাক্সেসকে সংক্ষেপে বলা হয় (DBMS), এর পূর্ণরুপ হচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System) । যা ব্যবহার করে ডেটাবেসের বিভিন্ন টেবিল তৈরি করা ডেটা এন্টির জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়।
এম এস এক্সেল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম না, তবে এটি দিয়ে ছোট ছোট ডাটা ম্যানেজ করা যায়।