সাধিত শব্দ কয় প্রকার?

A

B

C

D

Solution

Correct Answer: Option B

মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
উদাহরণ:
প্রত্যয়যোগে—মোগল+আই-মোগলাই।
উপসর্গযোগে—সু+নাম = সুনাম।
সমাসনিষ্পন্ন—তিন ভুবনের সমাহার = ত্রিভুবন ইত্যাদি।

শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন – ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions