বাংলা ভাষায় সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?

A আরবি

B ফারসি

C সংস্কৃত

D ইংরেজি

Solution

Correct Answer: Option C

সমাস কথাটির অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ । পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস প্রধানত ছয় প্রকার। বাংলা ভাষার সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions